ফোনের রাজা শাওমি এখনো কি হাতে পান নি? তবে কেনার আগেই জেনে নিন লেটেস্ট মডেলের এই ফোনটি সম্পর্কে অজানা কিছু তথ্য। ইতোমধ্যে বাজারে এসেছে রেডমি নোট ১২। ০৯-জানুয়ারি ২০২৩ অফিসিয়ালি রিলিজ হয়েছে মডেলটি। আকর্ষনীয় ৩ টি কালার, ম্যাট ব্ল্যাক, মিস্টিক ব্লু এবং ফ্রস্টেড গ্রিন, যে কালার গুলি আপনার স্মার্টনেস বাড়িয়ে তুলবে বহুগুনে। রেডমি নোট ১২ এর আগের ভার্সনগুলোর সাথে অনেকটা মিল থাকলেও নতুন চমক এ্যাড হয়েছে ফোনটিতে। আসুন জেনে নেই সেই চমকটা কি?
আগের ভার্সনগুলোতে ছিলো ৪ জিবি রেম ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি রেম এর সাথে ১২৮ জিবি স্টোরেজ। তবে এবারের ভার্সনটিতে রয়েছে ৮ জিবি রেম এবং ২৫৬ জিবি স্টোরেজ। সেই সাথে রয়েছে ৫জি সুবিধা।
আরো বিস্তারিত জানুন Redmi note 12 price in bangladesh
যা থাকছে রেডমি নোট ১২ ফোনটিতে
ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির ফুল HD pluse AMOLED ডিসপ্লে। যাতে আপনি একটি ঝকঝকে এবং ফ্রেশ ভিডিও উপভোগ করতে পারবেন। সেই সাথে আছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস। যা আপনার ডে-নাইট ভিডিও এবং পিকচারকে করে তোলে আরো স্মার্ট। তাছাড়া মাউন্টেড হাইব্রিড পাওয়ার বাটনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে মিড-রেন্জ স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর রয়েছে। আপনি চাইলে ডেডিকেটেড এসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ আরো বাড়িয়ে নিতে পারবেন।
ফোনটিতে রয়েছে ট্রিপল ক্লিয়ার ক্যামেরা যথা: 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাংগেল লেন্স এবং 2 মেগাপিক্সেল শুটার। আরও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। যার ফলে আপনি অনায়াসে ছবি তোলা এবং ভিডিও করতে পারবেন।
রেডমি নোট ১২-ফিচার
- ৫ জি সুবিধা
- ডিসপ্লে: ৬.৭ইঞ্চি
- ১২০ হার্জ রিফ্রেশ রেট
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫
- ব্যাক ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
- র্যাম: ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি
- স্টোরেজ: ১২৮ জিবি
- ব্যাটারি: ৫০০০ মিলিএম্প
- চার্জিং: ৩৩ ওয়াট
- ফিংগারপ্রিন্ট সেন্সর
- ফাস্ট ফেসলক
- ফোনের ওজন: ১৮৩ গ্রাম
রেডমি নোট ১২ এর দাম কত?
ভ্যারিয়েন্ট | দাম |
4 GB RAM + 128 GB | 17,999 টাকা |
6 GB RAM + 128 GB | 19,999 টাকা। |
6 GB RAM + 128 GB | 24,999 টাকা। |
8 GB RAM + 128 GB | 26,999 টাকা |
8 GB RAM + 256 GB | 27,999 টাকা। |
পরিশেষে,
অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাবেন। আর স্মার্টফোনটি IP53 রেটিং প্রাপ্ত হওয়ায়, ধুলো-জল থেকে সুরক্ষিত থাকবে, তাই ফ্রি হ্যান্ডে নির্ভয়ে ব্যবহার করতে পারবেন। তাই বিস্তারিত আলোচনার পর এ কথা বলা যায় যে, স্বল্প বাজেটে রেডমি নোট ১২ আপনার জন্য সেরা পছন্দ হতে পারে।